নোটন নোটন পায়রাগুলি

নোটন নোটন পায়রাগুলিঝোটন বেঁধেছে,ওপারেতে ছেলেমেয়েনাইতে নেমেছে।দুই ধারে দুই রুই কাতলাভেসে উঠেছে,কে দেখেছে কে দেখেছেদাদু দেখেছেদাদুর হাতে কলম ছিলছুঁড়ে মেরেছেউঃ বড্ড লেগেছে।

ঝুমকো জবা

ঝুমকো জবা বনের দুলউঠল ফুটে বনের ফুল।সবুজ পাতা ঘোমটা খোলে,ঝুমকো জবা হাওয়ায় দোলে।সেই দুলুনির তালে তালে,মন উড়ে যায় ডালে ডালে।

ছোটন ঘুমায়

গোল কোরো না গোল কোরো নাছোটন ঘুমায় খাটে।এই ঘুমকে কিনতে হলনওয়াব বাড়ির হাটে।সোনা নয় রুপা নয়দিলাম মোতির মালাতাই তো ছোটন ঘুমিয়ে আছেঘর করে উজালা।

কানা বগীর ছা

ঐ দেখা যায় তাল গাছঐ আমাগের গাঁ,ঐ খানেতে বাস করেকানা বগীর ছা।ও বগী তুই খাস কী?পানতা ভাত চাস কি?পানতা আমি খাই নাপুঁটি পাছ পাই নাএকটা যদি পাইঅমনি ধরে গাপুস গুপুস…

স্বদেশ

এই যে নদীনদীর জোয়ারনৌকা সারে সারে,একলা বসে আপন মনেবসে নদীর ধারে-এই ছবিটি চেনা।মনের মধ্যে যখন খুশিএই ছবিটি আঁকি,এক পাশে তার জারুল গাছেদুটি হলুদ পাখি-এমনি পাওয়া এই ছবিটিকড়িতে নয় কেনা।মাঠের পরে…

সংকল্প

থাকব না কো বদ্ধ ঘরেদেখব এবার জগৎটাকে, - কেমন করে ঘুরছে মানুষযুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করেমরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারাবরণ মরণ-যন্ত্রণাকে।।হাউই চড়ে…

শিক্ষাগুরুর মর্যাদা

বাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়াঢালিতেছে বারি গুরুর চরণেপুলকিত হৃদে আনত-নয়নে,শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলিধুয়ে-মুছে সব করিছেন সাফ…

রৌদ্র লেখে জয়

বর্গি এলো খাজনা নিতে,        মারল মানুষ কত।পুড়ল শহর, পুড়ল শ্যামল        গ্রাম যে শত শত।হানাদারের সঙ্গে জোরে        লড়ে মুক্তিসেনা,তাদের কথা দেশের মানুষ        কখনো ভুলবে না।আবার দেখি নীল আকাশে        পায়রা মেলে পাখা;মা হয়ে যায় দেশের মাটি,        তার বুকেতেই…

মোদের বাংলা ভাষা

মোদের দেশের সরল মানুষকামার কুমার জেলে চাষাতাদের তরে সহজ হবেমোদের বাংলা ভাষা।বিদেশ হতে বিজাতীয়নানান কথার ছড়াছড়িআর কতকাল দেশের মানুষথাকবে বল সহ্য করি।যারা আছেন সামনে আজওগুনী, জ্ঞানী, মনীষীরাআমার দেশের সব মানুষেরএই…

মুক্তির ছড়া

আমার বাংলা তোমার বাংলাসোনার বাংলাদেশ - সবুজ সোনালি ফিরোজা রুপালিরূপেই নেই তো শেষ।আমি তো মরেছি যতবার যায় মরা,নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া।এদেশ আমার এদেশ তোমারসবিশেষ মুজিবের,হয়ত অধিক মুক্তিপাগলসহস্র শহিদের।