বৃষ্টির ছড়া

বৃষ্টি এল কাশ বনেজাগল সাড়া ঘাস বনে,বকের সারি কোথা রেলুকিয়ে গেল বাঁশ বনে৷নদীতে নাই খেয়া যে,ডাকল দূরে দেয়া যে,কোন সে বনের আড়ালেফুটল আবার কেয়া যে৷গাঁয়ের নামটি হাটখোলা,বৃষ্টি বাদল দেয় দোলা,রাখাল…

বৃষ্টি

বৃষ্টি এলো... বহু প্রতীক্ষিত বৃষ্টি!— পদ্মা মেঘনারদুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়,বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;বিদ্যুৎ-রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার।দিক-দিগন্তের পথে অপরূপ আভা দেখে তারবর্ষণমুখর দিনে…

ঝুমকো জবা

ঝুমকো জবা বনের দুলউঠল ফুটে বনের ফুল।সবুজ পাতা ঘোমটা খোলে,ঝুমকো জবা হাওয়ায় দোলে।সেই দুলুনির তালে তালে,মন উড়ে যায় ডালে ডালে।