স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-স্বাধীনতা তুমিশহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভাস্বাধীনতা তুমিপতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।স্বাধীনতা তুমিফসলের মাঠে কৃষকের…

মুক্তিসেনা

ধন্য সবায় ধন্যঅস্ত্র ধরে যুদ্ধ করেমাতৃভূমির জন্য।ধরল যারা জীবন বাজিহলেন যারা শহীদ গাজিলোভের টানে হয়নি যারাভিনদেশীদের পণ্য।দেশের তরে ঝাঁপিয়ে পড়েশক্ত হাতে ঘায়েল করেসব হানাদার সৈন্যধন্য ওরাই ধন্য।এক হয়ে সব শ্রমিক…

মুক্তির ছড়া

আমার বাংলা তোমার বাংলাসোনার বাংলাদেশ - সবুজ সোনালি ফিরোজা রুপালিরূপেই নেই তো শেষ।আমি তো মরেছি যতবার যায় মরা,নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া।এদেশ আমার এদেশ তোমারসবিশেষ মুজিবের,হয়ত অধিক মুক্তিপাগলসহস্র শহিদের।