পরিচয় (সেঁজুতি)

একদিন তরীখানা থেমেছিল এই ঘাটে লেগে,         বসন্তের নূতন হাওয়ার বেগে।      তোমরা শুধায়েছিলে মোরে ডাকি         পরিচয় কোনো আছে নাকি,                   যাবে কোন্‌খানে।         আমি শুধু বলেছি, কে জানে।নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,         একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান।                   সেই…

পরিচয় (শিশু)

একটি মেয়ে আছে জানি,           পল্লীটি তার দখলে,সবাই তারি পুজো জোগায়           লক্ষ্মী বলে সকলে।আমি কিন্তু বলি তোমায়           কথায় যদি মন দেহ—খুব যে উনি লক্ষ্মী মেয়ে          আছে আমার সন্দেহ।ভোরের বেলা আঁধার থাকে,           ঘুম যে কোথা ছোটে ওর—বিছানাতে…

পরিচয় (চৈতালি)

একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলেধুলি-'পরে বসে আছে পা-দুখানি মেলে।ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়েদিদি মাজিতেছে ঘটী ঘুরায়ে ঘুরায়ে।অদূরে কোমললোম ছাগবৎস ধীরেচরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়াবালকের মুখ চেয়ে…

খোকা

খোকার চোখে যে ঘুম আসে     সকল-তাপ-নাশা--জান কি কেউ কোথা হতে যে     করে সে যাওয়া-আসা।শুনেছি রূপকথার গাঁয়েজোনাকি-জ্বলা বনের ছায়েদুলিছে দুটি পারুল-কুঁড়ি,     তাহারি মাঝে বাসা--সেখান থেকে খোকার চোখে     করে সে যাওয়া-আসা।খোকার ঠোঁটে যে হাসিখানি     চমকে ঘুমঘোরে--কোন্‌ দেশে…

আষাঢ়

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।বাদলের ধারা ঝরে ঝরঝর,আউশের ক্ষেত জলে ভরভর,কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।ওগো, আজ তোরা…

মাঝি

আমার যেতে ইচ্ছে করে     নদীটির ওই পারে --     যেথায় ধারে ধারেবাঁশের খোঁটায় ডিঙি নৌকো     বাঁধা সারে সারে।কৃষাণেরা পার হয়ে যায়     লাঙল কাঁধে ফেলে;     জাল টেনে নেয় জেলে,গোরু মহিষ সাঁতরে নিয়ে     যায় রাখালের ছেলে।সন্ধে হলে যেখান থেকে     সবাই…

বীরপুরুষ

মনে করো, যেন বিদেশ ঘুরেমাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়েদরজা দুটো একটুকু ফাঁক করে,আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরেটগ্‌বগিয়ে তোমার পাশে পাশে।রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরেরাঙা ধুলোয় মেঘ…

দুই তীরে

আমি ভালোবাসি আমারনদীর বালুচর,শরৎকালে যে নির্জনেচকাচকির ঘর।যেথায় ফুটে কাশতটের চারি পাশ,শীতের দিনে বিদেশি সবহাঁসের বসবাস।কচ্ছপেরা ধীরেরৌদ্র পোহায় তীরে,দু-একখানি জেলের ডিঙিসন্ধেবেলায় ভিড়ে।তুমি ভালোবাস তোমারওই ও পারের বন,যেথায় গাঁথা ঘনচ্ছায়াপাতার আচ্ছাদন।যেথায় বাঁকা…

আমাদের ছোট নদী

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকেবৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা,এক ধারে…

ছুটি

মেঘের কোলে রোদ হেসেছেবাদল গেছে টুটি,আজ আমাদের ছুটি ও ভাই,আজ আমাদের ছুটি।কী করি আজ ভেবে না পাই,পথ হারিয়ে কোন বনে যাই,কোন মাঠে যে ছুটে বেড়াইসকল ছেলে জুটি।আজ আমাদের ছুটি ও…