আমার বাংলা তোমার বাংলা
সোনার বাংলাদেশ –
সবুজ সোনালি ফিরোজা রুপালি
রূপেই নেই তো শেষ।
আমি তো মরেছি যতবার যায় মরা,
নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া।
এদেশ আমার এদেশ তোমার
সবিশেষ মুজিবের,
হয়ত অধিক মুক্তিপাগল
সহস্র শহিদের।
আমার বাংলা তোমার বাংলা
সোনার বাংলাদেশ –
সবুজ সোনালি ফিরোজা রুপালি
রূপেই নেই তো শেষ।
আমি তো মরেছি যতবার যায় মরা,
নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া।
এদেশ আমার এদেশ তোমার
সবিশেষ মুজিবের,
হয়ত অধিক মুক্তিপাগল
সহস্র শহিদের।